নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি এম রুহুল আমিন বলেন, আমাদের শিক্ষার্থীরা খেলা শেষে বিজয় মিছিল করে বিদ্যালয়ে আসতেছিল। এ সময় তাদের ওপর দেবীগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অতর্কিত হামলা করে। আমাদের ৭ জনের মতো আহত হয়েছে। আমাদের শিক্ষার্থী বিদ্যালয়ের চলে এসে মূল গেট লাগিয়ে ভেতরে ছিল। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে।দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দীন বলেন, আমাদের দুজন শিক্ষকসহ ১০-১২ শিক্ষার্থী আহত হয়েছে। নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাই হামলা করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সমাধানের আশ্বাস দিয়েছেন।দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, আন্তঃবিদ্যালয় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং বর্তমানে অবস্থা স্বাভাবিক রয়েছে। দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের...