২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ এএম ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছে স্পেন। মঙ্গলবার মন্ত্রিসভা এ সিদ্ধান্ত অনুমোদন করেছে বলে রাজধানী মাদ্রিদে এক ব্রিফিংয়ে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী কার্লোস কুয়েরপো। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রাখা এবং যুদ্ধবিরতির ব্যাপারে উদাসীনতার প্রতিবাদ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে কার্লোস কুয়েরপো বলেন, “স্পেনের সরকার মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণেই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।” ব্রিফিংয়ে মন্ত্রী জানিয়েছেন, নিষেধাজ্ঞা জারির ফলে এখন থেকে ইসরায়েলের সঙ্গে স্পেনের অস্ত্র ক্রয়-বিক্রয় এবং জ্বালানি পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। স্পেনে ক্ষমতাসীন জোট সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, “এর আগে বিভিন্ন সময়ে স্পেন স্লোভেনিয়া, বেলজিয়াম ও নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্পেন,...