এনডিটিভি বলছে, দিল্লির বিজ্ঞান ভবনে মঙ্গলবার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেছেন শাহরুখ। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখের সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করেছেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসি। বিক্রান্তেরও এটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেরা অভিনেত্রীর পুরস্কার নিয়েছেন ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার অভিনেত্রী রানী মুখার্জি। ৫৯ বছর বয়সী এই বলিউডের এই তারকাকে তিন দশক আগে ‘দিওয়ানা’ সিনেমায় প্রথম দেখা যায় বড় পর্দায়। যদিও তার ক্যারিয়ার শুরু টেলিভিশন ধারাবাহিক ‘ফৌজি’ এবং ‘সার্কাস’ দিয়ে, তখন নাম ছিল আব্দুর রহমান। ১৯৯২ সালের ২৫ জুন রাজ কুমার পরিচালিত ‘দিওয়ানা’ মুক্তি পায়। ওই সিনেমায় ধনী গায়ক ‘ববির’ চরিত্রে অভিনয় করেন শাহরুখ, তার নায়িকা ছিলেন প্রয়াত অভিনেত্রী দিব্যা ভারতী। এরপরের তিন দশকে অন্য অনেক অভিনেতার মতই নানা ধরনের...