আমাদের কম বেশি সবার জানা আছে নিম, তুলসী ও মেহেদি পাতা কতটা উপকারী। ত্বক ও চুলের জন্য এসব পাতা খুবই কার্যকর। দেশের আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে শরীরেও নানা পরিবর্তন দেখা দেয়। ঘাম, ধুলাবালি ও আর্দ্রতার কারণে এই সময় ত্বক ও চুলের বাড়তি যত্ন নেওয়া উচিত। তা না হলে দেখা দেয় চুলকানি, র্যাশ, সংক্রমণ বা চুল পড়ার মতো সমস্যা। অ্যান্টিব্যাকটেরিয়াল ও পুষ্টিগুণে ভরপুর নিম, তুলসী ও মেহেদি পাতা ত্বক ও চুলকে রাখে সুস্থ, পরিষ্কার ও প্রাণবন্ত। বর্ষাকালে শরীর থেকে ঘাম ঠিকমতো শুকায় না। এতে করে ত্বকে তেলতেলে ভাব, চুলকানি, র্যাশ এমনকি ছত্রাকজনিত সংক্রমণ হতে পারে। এই ধরনের সমস্যা দূর করতে নিম বা তুলসীপাতা সেদ্ধ করা পানি দিয়ে গোসল করার পরামর্শ দেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা। নিম ও তুলসী দুটোতেই রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান।...