ইসরায়েলের বিরুদ্ধে সম্পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে স্পেন। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে মাদ্রিদে এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী কার্লোস কুয়েরপো। তিনি জানান, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত সামরিক অভিযান এবং যুদ্ধবিরতির প্রতি উদাসীনতার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুয়েরপো বলেন, স্পেন মানবাধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ; তাই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলের সঙ্গে স্পেনের অস্ত্র ক্রয়-বিক্রয় ও জ্বালানি পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। স্পেনের ক্ষমতাসীন জোট সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এর আগে স্লোভেনিয়া, বেলজিয়াম ও নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে এবারই প্রথম কোনো দেশের ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা দেওয়া হলো। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগেই এমন উদ্যোগের ইঙ্গিত দিয়েছিলেন। মঙ্গলবার নিষেধাজ্ঞা ঘোষণার...