প্রশ্ন শুনে হয়ত অনেকে হাসছেন। কেউ কেউ সত্যিই ভাবছেন–কেমন হত চাঁদে যেতে পারলে! সে সুযোগ হয়ত হবে না। তবে আপনার প্রিয় নামটি চাঁদের কাছাকাছি পাঠানোর সুযোগ করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘আর্টেমিস ২ মিশন। সেই গুহাবাসী জীবন থেকেই চাঁদ রয়েছে মানুষের কল্পনা ও কৌতূহলের কেন্দ্রে। চন্দ্রকলা হয়ে উঠেছে মানুষের পঞ্জিকা; চাঁদ নিয়ে মানুষের বিস্ময় কখনোই ফুরোয় না। যদিও আকাশে খালি চোখে চাঁদ দেখা যায়, কিন্তু পৃথিবী থেকে দূরত্ব একেবারে কম নয়; প্রায় দুই লাখ ৩৯ হাজার মাইল। ইতিহাসে এখন পর্যন্ত কেবল ১২ জন চাঁদের মাটিতে পা রাখার সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে প্রথম মানুষ নিল আর্মস্ট্রং। ১৯৭২ সালে অ্যাপোলো ১৭ মিশনের পর থেকে আর কেউ চাঁদে পা রাখেননি। সেই সময় মহাকাশ দৌড়ে যুক্তরাষ্ট্র জিতে যায়। তারপর বাজেট সংকটের কারণে...