রাজধানীর আগারগাঁও তালতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোহার পাইপের আঘাতে বাবলু মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ফুটপাতে চা-সিগারেটে বিক্রি করতেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে তালতলা জনতা হাউজিং এর গেটের সামনে এই মারামারির ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বাবলুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে রাত ২টার দিকে মারা যান তিনি। নিহত বাবলুর বেয়াই আব্দুর রউফ জানান, বাবলুর বাড়ি কিশোরগঞ্জ জেলায়. এখানে বর্তমানে তালতলা জনতা হাউজিংয়ে থাকতেন। জনতা হাউজিংয়ের গেটের সামনে ফুটপাতে চা সিগারেট বিক্রি করতেন। রউফ জানান, পাশেই রুহুল আমিন নামে এক ব্যক্তির একটি টং দোকানে চা বিক্রি করতেন বাবলুর মা। তবে কিছুদিন আগে সেই দোকানটি দখল হয়ে যায়। পরবর্তীতে গতরাতে সেই দোকানকে কেন্দ্র করে বাবলু এবং দোকান মালিক রুহুল আমিনের...