বায়ুদূষণে বিশ্বের ১২৭ শহরের মধ্যে শীর্ষ তালিকায় রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের মানের স্কোর ১৯০। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ বায়ুদূষণে বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান পঞ্চম। ঢাকার গড় বায়ুমান ১৫৭। এই মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। বায়ুদূষণে ১৯০ স্কোর নিয়ে শীর্ষ স্থানে আছে পাকিস্তানের লাহোর। আইকিউএয়ার প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিশ্বজুড়ে বায়ুদূষণের পরিস্থিতি তুলে ধরে। বাতাসের মান নির্ণয়ে তৈরি তাদের এই লাইভ বা তাৎক্ষণিক সূচক কোনো শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তা জনসাধারণকে জানায় এবং সতর্ক থাকার বার্তা দেয়। আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি...