নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ নীরবতার পর অবশেষে মুখ খুললেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “আওয়ামী লীগসহ সব দল নির্বাচনে এলে তবেই তা গ্রহণযোগ্য হবে।” বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, “আওয়ামী লীগের যারা ভোটার, তারা কি ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন? তাদের নাগরিকত্ব কি বাতিল করা হয়েছে? তাহলে তারা যদি জাতীয় পার্টিকে ভোট দেয়, তাতে আপত্তির কারণ কী?” জি এম কাদের জানান, আওয়ামী লীগের ভোটাররাও লাঙ্গলে ভোট দিতে পারে। একইসঙ্গে তিনি বলেন, বিএনপি যদি বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেয় এবং জনগণকে আস্থা দিতে পারে, তবে তারাও ভোট পেতে পারে। তবে জামায়াতে ইসলামীর প্রতি তিনি জনগণের সমর্থন আশা করছেন না। অনেকে মনে করছেন, জাতীয় পার্টিকে আবারও “ম্যানেজড” বিরোধী দল হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে। এ...