দুনিয়ার জীবনে যারা আল্লাহ ও তাঁর রসুলের প্রদর্শিত পথে চলবে তারা জান্নাতে ঠাঁই পাবে আখিরাতের জীবনে। আর যারা আল্লাহ ও তাঁর রসুলের হুকুম ভেঙে বিপথে চলবে তাদের জন্য থাকবে জাহান্নামের শাস্তি। হজরত আবু হুরাইরা (রা.) বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: জাহান্নামের মধ্যে কাফেরের উভয় ঘাড়ের দূরত্ব হবে কোনো দ্রুতগামী অশ্বারোহীর তিন দিনের পথ। অপর এক বর্ণনায় আছে, কাফেরের এক একটি দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান এবং তার গায়ের চামড়া হবে তিন দিনের পথ। (মুসলিম, বঙ্গানুবাদ মিশকাত হা/৫৪২৮)। হজরত আবু সাঈদ খুদরী (রা.) বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন উত্তাপ বাড়বে তখন জোহরের সালাত শীতল করে আদায় কর। কারণ উত্তাপের আধিক্য জাহান্নামের ভাপ। জাহান্নাম তার প্রতিপালকের নিকট অভিযোগ করে বলেছিল, হে আমার প্রতিপালক! উত্তাপের তীব্রতা আমার একাংশ অপরাংশকে...