২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ এএম পাকিস্তানে নিরাপত্তা পরিস্থিতি আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে। মঙ্গলবার দেশটির স্পিজেন্ড এলাকায় জাফর এক্সপ্রেস ট্রেনকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় নারী ও শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, হামলার সময় ট্রেনটি পেশোয়ার থেকে কোয়েটা যাচ্ছিল। স্পিজেন্ড এলাকায় ট্র্যাকের কাছে ট্রেন চলাচলের সময় একটি লুকানো বিস্ফোরক ডিভাইস সক্রিয় হয়। এই বিস্ফোরণ ট্রেনের ছয়টি বগিকে লাইনচ্যুত করে এবং একটি বগি উল্টে যায়, যার ফলে যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং আহত হওয়ার ঘটনা ঘটে। পাকিস্তানের রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের সময় ট্রেনে মোট ২৭০ জন যাত্রী ছিলেন। পুলিশ ও নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করেন। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার...