২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ এএম ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, গাজায় যদি যুদ্ধ চলতে থাকে, তবে নোবেল শান্তি পুরস্কারের কোনো সম্ভাবনা নেই। এই মুহূর্তে সংঘাত বন্ধ করতে ইসরায়েলের ওপর চাপ তৈরি করতে কার্যকর ভূমিকা নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার (২৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ এই তথ্য প্রকাশিত হয়। ম্যাক্রোঁ জানান, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর যদি ইসরায়েল ফ্রান্সের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে ফ্রান্স তার জবাব দিতে প্রস্তুত। তিনি ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএম টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “যদি এমনটা হয়, আমরা জবাব দেবো। সবকিছুর জন্য প্রস্তুত আছি। তবে আমাদের শান্তি ও বন্ধুত্বের পথ বেছে নেওয়াই উচিত।” ম্যাক্রোঁ আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পই এমন একজন...