মা হওয়ার সুখবরের পর যেন হাওয়া হয়ে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। না কোনো গ্ল্যামারাস ফটোশুট, না কোনো সোশ্যাল মিডিয়া আপডেট—একেবারে আড়ালে চলে গিয়েছিলেন তিনি। পাপারাজ্জিদের ক্যামেরাতেও মিলছিল না তার খোঁজ। আর ঠিক যখন ভক্তরা ভাবছিলেন, পরিণীতি বুঝি পুরোপুরি গায়েব, তখনই বাজিমাত! প্রায় আট মাস পর হঠাৎ নিজের ইউটিউব চ্যানেলে চমকপ্রদ এন্ট্রি দিলেন পরিণীতি। তবে হঠাৎ তার এই ফিরে আসার কারণ কী?ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক।ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, বেশ কিছু বছর ধরেই সিনেমার পর্দা থেকে গায়েব পরিণীতি চোপড়া। রাঘব চাড্ডার ঘরনি হয়ে, নিজের মতো করে সংসার গুছিয়ে নিয়েছেন। প্রায় আট মাসে নিজের একটি গান দিয়ে তার ইউটিউব চ্যানেল শুরু করেছিলেন তিনি। তবে আট মাস হয়ে গেলেও, সেই ইউটিউব চ্যানেলের জন্য কোনো ভিডিও শুট করতে পারেননি।তবে এবার মাতৃত্বকালীন ছুটিতে...