রাজশাহী জেলা প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৫:৫৯ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। রাজশাহী:রাজশাহী জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভয়াবহ অনিয়ম, অর্থ আত্মসাৎ, শেয়ারহোল্ডারদের হয়রানি এবং দুর্বৃত্তপনা চালানোর অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন খালেদ ওরফে শিহাবের বিরুদ্ধে। এসব অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির একাধিক ভুক্তভোগী শেয়ারহোল্ডার।রাজশাহী নগরীর শালবাগান এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেয়ারহোল্ডার মো. শামীম আহমেদ। তিনি জানান, ২০১৮ সালে মোট ৬৩ জন শেয়ারহোল্ডার মিলে ১০০টি শেয়ারের মাধ্যমে এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি যৌথভাবে প্রতিষ্ঠা করেন। শুরুতে চালু হয় ডায়াগনস্টিক সেন্টার এবং ২০২১ সালে চালু হয় হাসপাতাল ও এমআরআই সার্ভিস।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, শিহাব শুরু থেকেই এককভাবে আয়-ব্যয়ের নিয়ন্ত্রণ গ্রহণ করেন এবং গত ৮ বছরে কোনো...