২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ এএম পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন গ্রীণসিটি নির্মাণে আসবাবপত্র ক্রয়ে অনিয়মের ঘটনায় গণপূর্ত অধিদফতরের সহকারী প্রকৌশলী মো. রফিকুজ্জামানকে চাকরি থেকে অপসারণ এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ. কে. এম. জিল্লুর রহমানকে নিম্নপদে অবনমিত করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৯ সালে রূপপুর গ্রীণসিটি প্রকল্পের ২০ ও ১৬ তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ে অস্বাভাবিক ব্যয় এবং পিপিআর ব্যতীত দরপত্রের পূর্বেই মালামাল গ্রহণের প্রমাণ মেলে। তদন্ত কমিটির প্রতিবেদনে রফিকুজ্জামানের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে চাকরি থেকে অপসারণ...