২০২৫ সাল যেন অশ্রুভেজা বছর হয়ে দাঁড়িয়েছে বিনোদন জগতের জন্য। একের পর এক তারকার চলে যাওয়া স্তব্ধ করে দিচ্ছে পুরো শিল্পীরাজ্যকে। ঠিক সেরকমই স্কুবা ডাইভিং করতে গিয়েই অকালে জীবনাবসান হলো জনপ্রিয় গায়ক ও অভিনেতা জুবিন গর্গের। তার হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিউড থেকে আসাম পর্যন্ত। অবিশ্বাস্য হলেও সত্যি, জুবিন তার ক্যারিয়ারে গেয়েছেন ৩২ হাজারের বেশি গান, হয়েছেন সুরকার, গীতিকার, এমনকি অভিনেতা। কিন্তু জানেন কি মৃত্যুর সময় কত সম্পত্তির মালিক ছিলেন এই কিংবদন্তি শিল্পী?ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৪ সালে, গায়কের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৬০ থেকে ৬৫ কোটি রুপি। বিলাসবহুল গাড়ি এবং মোটরসাইকেলপ্রেমী জুবিন গর্গ সক্রিয়ভাবে সামাজিক কাজেও অংশগ্রহণ করেছিলেন। তার আয়ের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে সংগীত, লাইভ কনসার্ট, সিনেমা এবং ব্র্যান্ড এনডোর্সমেন্ট। যদিও সাম্প্রতিক সময়ে তার মাসিক আয়ের...