মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুজন গুরুতর দগ্ধ হয়েছেন। তারা সম্পর্কে বাবা-ছেলে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভুনবীর ইউনিয়নের জৈন্তা ছড়া এলাকায় দিকে এ দুর্ঘটনা ঘটে। শেভরন বাংলাদেশ জানিয়েছে, বিকেল ৫টা ১৫ মিনিটে দুর্বৃত্তরা পাইপলাইনে অবৈধভাবে ট্যাপিং করে। এতে কনডেনসেট তেল ছড়িয়ে পড়লে রাতে আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কোম্পানির গ্যাস উৎপাদনে কোনো প্রভাব পড়েনি। অগ্নিকাণ্ডে দগ্ধরা হলেন- বশির মিয়া (৫০) ও তার ছেলে রেদোয়ান (২৪)। কে প্রাথমিক চিকিৎসার পর মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে রেদোয়ানের অবস্থা বেশি আশ স্থানীয়রা জানান, বিকেল থেকেই পাইপলাইনে ছিদ্র হয়ে কনডেনসেট তেল ছড়িয়ে পড়ছিল। রাত ৯টার দিকে হঠাৎ আগুন ধরে ভয়াবহ শিখা আকাশে ওঠে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শতশত মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ...