২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ এএম নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল একজন চিকিৎসক দিয়ে চলছে এবং প্রয়োজনীয় জনবল সংকটের কারণে স্বাস্থ্যসেবার মান ব্যাহত হচ্ছে। হাসপাতালটিতে অবকাঠামো ও বেড থাকলেও চিকিৎসকের অভাব স্পষ্ট, যা চিকিৎসা কার্যক্রমকে কচ্ছপ গতিতে চালাচ্ছে। একই সাথে, সৈয়দপুরের বিভাগীয় মেডিকেল অফিসারকে দুটি হাসপাতালের প্রশাসনিক দায়িত্ব পালন করতে হচ্ছে, যা তার পক্ষে পর্যাপ্ত সেবা দেওয়া অসম্ভব করে তুলেছে।সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে কাগজে-কলমে সাতজন চিকিৎসক থাকার কথা থাকলেও, সেখানে মাত্র একজন চিকিৎসক দিয়ে কাজ চলছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর )সৈয়দপুরের বিভাগীয় মেডিকেল অফিসার ডা: আনিছুল হক বলেন একই সাথে দুজন ভিন্ন রেলওয়ে হাসপাতালের প্রশাসনিক দায়িত্বে থাকায় রোগীর দেখা ও সেবা দেওয়া সম্ভব হচ্ছে না, বলে জানান । হাসপাতালে প্রয়োজনীয় অবকাঠামো, বেড ও অপারেশন থিয়েটার সবই আছে,...