২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ এএম আমেরিকার নিউইয়র্কে এনসিপি (ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি) নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লার মেঘনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় এনসিপি নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বিদেশের মাটিতে রাজনৈতিক কর্মীদের উপর সন্ত্রাসী হামলা শুধু নিন্দনীয় নয়, বরং এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির হোমনা উপজেলা প্রধান সমন্বয়ক রাজু আহমেদ সরকার, উপজেলা যুগ্ম সমন্বয়ক আব্দুর রহিম, আবু সাঈদ, মঙ্গল মিয়া ও শ্রমিক ইউনিয়নের যুগ্ম সমন্বয়ক মো. শফিকসহ অন্যান্য নেতাকর্মীরা। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গাজায় যুদ্ধ বন্ধ করলেই নোবেল শান্তি পুরস্কার সম্ভব:...