মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড বলেছেন, গাজা যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে তিনি একথা বলেন। সেইসঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে হামাসের জন্য ‘পুরষ্কার’ বলে অভিহিত করেন তিনি। খবর আল জাজিরার। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, যুদ্ধবিরতি নিশ্চিত করতে আন্তরিকভাবে চেষ্টা করছেন। এসময় হামাসের হাতে জিম্মি ইসরাইলিদের দেশে ফিরিয়ে নেয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি। ট্রাম্প বলেন, ‘আমাদের এটা সম্পন্ন করতে হবে। আমাদের শান্তি আলোচনা করতে হবে। জিম্মিদের ফিরিয়ে আনতে হবে। আমরা ২০ জনকে ফিরিয়ে আনতে চাই। ৪৮ জন বন্দির মধ্যে ২০ জন এখনো জীবিত বলে মনে করা হচ্ছে। জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি বলেন, ‘যারা শান্তির পক্ষে তাদের বন্দিদের মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ হওয়া উচিত।’ ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘এই সংস্থার কিছু সদস্য একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি...