যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন; বরং এটি দেশকে ক্ষতিগ্রস্ত করে। মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এ মন্তব্য করেছেন।খামেনি বলেন, ইরান উচ্চ পর্যায়ের ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধি প্রযুক্তিধারী বিশ্বের দশটি দেশের মধ্যে একটি হলেও দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না।তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্যকারীদের মন্তব্যকে অবজ্ঞাসূচক উল্লেখ করে ইরানের ক্ষেপণাস্ত্র সীমা নির্ধারণের দাবি প্রত্যাখ্যান করেছেন।তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো লাভ নেই; বরং এতে দেশের ক্ষতি হয় এবং কিছু ক্ষতি আছে যা পূরণ করা যায় না। যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধি বন্ধ করা ছাড়া কিছু নয়। খামেনি এটিকে আলোচনার পরিবর্তে চাপ আর আদেশ বলে উল্লেখ করেছেন।ট্রাম্প কিছুতেই নোবেল পেতে পারেন না : ফ্রান্সের প্রেসিডেন্টপারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় সম্মতি না দিলে সামরিক হামলার হুমকির প্রসঙ্গে তিনি...