এশিয়া কাপে চলছে সুপার ফোরের ম্যাচ। এরই মধ্যে পাকিস্তান ও শ্রীলঙ্কা খেলেছে দুটো করে ম্যাচ। ভারত ও বাংলাদেশ খেলেছে একটি। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান ভারতের। ফাইনালের দৌড়ে এখন পর্যন্ত কোনো দলকেই বাদ দেওয়ার সুযোগ নেই। তবে টানা দুই ম্যাচ হেরে সেই দৌড়ে অনেকটাই দূরে অবস্থান শ্রীলঙ্কার। বাকি তিন দলেরই রয়েছে ফাইনালে ওঠার দারুণ সুযোগ।ফাইনালে উঠতে বাংলাদেশের সমীকরণ-সুপার ফোরে বাংলাদেশের রয়েছেও আরও দুই ম্যাচ যেখানে প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। শেষ দুই ম্যাচে জিতলে তো কথাই নেই, এক ম্যাচ জিতেও ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। আজ (বুধবার) ভারতের কাছে হেরে গেলেও কাল (বৃহস্পতিবার) পাকিস্তানকে হারালে ফাইনালে উঠবে বাংলাদেশ।তবে আজ ভারতকে হারালে ও কাল পাকিস্তানের কাছে হেরে গেলে শুক্রবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই ম্যাচে ভারত জিতলে...