সুপার ফোরের শুরুটা দারুণ ছিল বাংলাদেশের। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে ট্রফি জয়ের স্বপ্নের দিকে এগিয়ে আছে লিটন দাসের দল। তবে তাদের বড় পরীক্ষা দিতে হচ্ছে এবার। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায় টুর্নামেন্টের হট ফেভারিট ভারতের মুখোমুখি হবেন তারা। দারুণ ছন্দে থাকা সূর্যকুমার যাদবদের বিপক্ষেই সামর্থ্যের জানান দিতে হবে লিটনদের। তবে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সের বিশ্বাস, ভারতকে হারানোর সামর্থ্য আছে সব দলেরই। তার শিষ্যরাও সেরকম কিছু করে দেখাতে পারবেন বলে মনে করেন এই ক্যারিবিয়ান কোচ।এবারের এশিয়া কাপে দল হিসেবে বেশ ভারসাম্যপূর্ণ লিটনরা। এখন পর্যন্ত খেলা চার ম্যাচের তিনটি জিতে তার ছাপও রেখেছেন তারা। প্রতিটি জয়ের পর শিরোপার স্বপ্ন আরও বড় হচ্ছে ক্রিকেটারদের। তবে এবার ভারত পরীক্ষাতেই অনেক কিছুর উত্তর মিলতে পারে। যদিও ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সিমন্স আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছেন,...