সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তার দীর্ঘদিনের অবদান এবং শিক্ষা খাতে প্রতিশ্রুতিশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। নোবেল বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে আয়োজিত থিয়ারওয়ার্ল্ডের বার্ষিক গ্লোবাল এডুকেশন ডিনারে বিশেষ সম্মাননা পেয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত এ আয়োজনের মধ্য দিয়ে তাকে প্রদান করা হয় মর্যাদাপূর্ণ ‘আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড’। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তার দীর্ঘদিনের অবদান এবং শিক্ষা খাতে প্রতিশ্রুতিশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা দূত ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং থিয়ারওয়ার্ল্ডের চেয়ারম্যান সারা ব্রাউন। শুধু ড. ইউনূস নন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডিকেও অনুষ্ঠানে সম্মান জানানো হয়। তবে ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও শিক্ষাকে উন্নয়নের অংশ হিসেবে অন্তর্ভুক্ত...