২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ এএম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই এলাকার সকল পূজামণ্ডপ পাহারা দেবে দলের নেতা-কর্মীরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে বসুরহাটে নোয়াখালী-৫ আসন এলাকার দূর্গা পূজামণ্ডপগুলোর নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা ও অনুদান বিতরণের সময় তিনি এসব কথা বলেন। মো. ফখরুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের ওপর অন্যায়-অত্যাচার করে পালিয়ে গেছে। ওই সম্প্রদায়ের লোকেরা এখন আগের চেয়ে বেশি নিরাপদ। কারণ সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা দেয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, এখন আমাদের দায়িত্ব প্রতিটি পাড়া-মহল্লায় আয়োজিত দূর্গা পূজামণ্ডপের নিরাপত্তা দেয়া। কারণ এরা আমাদের ভাই, এদের উৎসবে যাতে কেউ বাধার...