ইসরায়েলের অব্যাহত বর্বর হামলায় রক্তে ভাসছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। গত ২৪ ঘণ্টায় দখলদার বাহিনীর আক্রমণে আরও ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে চলমান যুদ্ধের শুরু থেকে গাজায় মৃতের সংখ্যা দাঁড়াল প্রায় ৬৫ হাজার ৪০০ জনে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৬৭ হাজার মানুষ। খবর আনাদোলুর। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, গত এক দিনে নিহতদের মরদেহ বিভিন্ন হাসপাতালে পৌঁছেছে এবং আহত হয়েছেন অন্তত ১৯০ জন। মন্ত্রণালয় জানিয়েছে, বহু মৃতদেহ এখনো ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে আছে, যেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গেলে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ৩ জন নিহত ও ১৫ জনের বেশি আহত হয়েছেন। চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য সংগ্রহের চেষ্টায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৫২৬ জনে এবং আহত...