দক্ষিণ চীন সাগরে সৃষ্টি হওয়া ভয়াবহ সুপার টাইফুন রাগাসার আঘাতে লণ্ডভণ্ড হয়েছে তাইওয়ান। এখন পর্যন্ত অন্তত ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৮ জন। এ ছাড়া এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১২৪ জন। ঝড়ের আঘাতের পর উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় জেলা হুয়ালিয়েনের উপকূলে প্রথম আছড়ে পড়ে রাগাসা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই জেলাতেই। জেলা প্রশাসনিক কর্মকর্তা লি কুয়ান-তিং বলেন, “আমাদের ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, হুয়ালিয়েনে এ পর্যন্ত ১৪ জন নিহত, ১৮ জন আহত এবং ১২৪ জন নিখোঁজ আছেন। তাদের সন্ধানে উদ্ধারকারী বাহিনীর অভিযান চলছে।” দমকল কর্মকর্তা ওয়াং সে-আন জানিয়েছেন, নিহত ও নিখোঁজদের বেশিরভাগই গুয়াংফু এলাকায়। সেখানে প্রবল স্রোতে নদীর ওপরের একটি বড় সেতু ভেসে গেছে। প্রায় এক হাজার মানুষের বসবাসকারী...