ন্যাটোর আকাশসীমা লঙ্ঘন করলে রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করার ক্ষমতা সদস্য দেশগুলোর আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে সরাসরি প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট সমর্থন জানান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ন্যাটো সদস্যরা কি তাদের আকাশসীমা লঙ্ঘনকারী রুশ বিমান গুলি করে নামাতে পারে? জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, অবশ্যই। এর আগে গত সপ্তাহে ন্যাটোর সদস্য দেশ এস্তোনিয়া অভিযোগ করে, রাশিয়ার তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। তবে মস্কো এই অভিযোগ অস্বীকার করে জানায়, রুশ বিমানগুলো নিয়মিত ফ্লাইটপথ থেকে বিচ্যুত হয়নি এবং ন্যাটোর অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই। ঘটনার পর এস্তোনিয়া ন্যাটো চুক্তির ৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জরুরি পরামর্শ বৈঠকের আহ্বান জানায়। ওই অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সদস্য দেশের...