এই সপ্তাহের মধ্যেই পুরো আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে আমেরিকা। এতে আদালতের দৈনন্দিন কার্যক্রম ঝুঁকির মুখে পড়বে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে গত সোমবার এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, সন্দেহভাজন ইসরায়েলি যুদ্ধাপরাধের তদন্তের প্রতিশোধ হিসেবে এ পদক্ষেপ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটন ইতোমধ্যে আদালতের বেশ কয়েকজন প্রসিকিউটর এবং বিচারকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, তবে নিষেধাজ্ঞার তালিকায় আদালতের নাম অন্তর্ভুক্ত করা একটি বড় ধরনের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করবে। বিষয়টির সম্পর্কে সংশ্লিষ্ট একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিষেধাজ্ঞা সম্পর্কে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। একটি সূত্র জানিয়েছে, সম্ভাব্য সামগ্রিক নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে আলোচনা করার জন্য আদালতের কর্মকর্তারা ইতোমধ্যে জরুরি বৈঠক করেছেন। অন্য দুটি সূত্র জানিয়েছে, আদালতের সদস্য রাষ্ট্রীয় কূটনীতিকদের সাথেও বৈঠক হয়েছে।...