দিন দশেক আগে শরীরে জ্বর অনুভব করেন মাসুদুর রহমান। সঙ্গে তীব্র ব্যথাও। সাধারণ ওষুধে সেরে না ওঠায় শরণাপন্ন হন চিকিৎসকের। পরীক্ষা-নিরীক্ষায় শনাক্ত হয় ডেঙ্গু। কমতে থাকে রক্তের প্লাটিলেটও। এরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেন স্বজনেরা। ১৩ সেপ্টেম্বর থেকে সেখানেই চিকিৎসাধীন আছেন রাজধানীর দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার এ শিক্ষার্থী। মাসুদের মতোই মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ে একই হাসপাতালে ভর্তি আছেন গাজীপুরের বাসিন্দা ৩২ বছর বয়সী মো. আনোয়ার। জ্বরের সঙ্গে অনবরত বমি হওয়ায় চিকিৎসকের পরামর্শে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে তার। গত চার দিন চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থতার পথে তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২১ সেপ্টেম্বর ডেঙ্গুতে চলতি বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। এদিন মারা যান ১২ জন। এর মধ্যে পাঁচজনই মারা গেছেন বরিশাল বিভাগে। এ নিয়ে এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে...