বিসিবি নির্বাচনের কাউন্সিলরশিপ নিয়ে তুলকালাম। ঢাকার ৭৬ ক্লাবের মধ্যে ১৫ ক্লাবের কাউন্সিলশিপ প্রদান স্থগিত। পাশাপাশি ৬৪ জেলার মধ্য থেকে ৬ ক্লাবের কাউন্সিলরশিপ দেওয়াই হয়নি। এর বাইরে হাই প্রোফাইল প্রার্থীদের প্রায় সবার কাউন্সিলরশিপ হয়ে গেছে। ক্রিকেট পাড়ায় রাজ্যের কৌতুহল, হাই প্রোফাইল ক্যান্ডিডেটদের কে কোন ক্লাব বা জেলা-বিভাগের কাউন্সিলর হলেন? প্রথমেই এসে যায় দুই সম্ভাব্য সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল আর তামিম ইকবালের নাম। আগেই জানা, বুলবুল কাউন্সিলর হয়েছেন ঢাকা বিভাগের। অন্যদিকে প্রথম বিভাগের দল ওল্ডডিওএইচএস স্পোর্টস ক্লাবের কাউন্সিলর হয়েছেন তামিম ইকবাল। বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান নাজমুল আবেদিন ফাহিম জেলা ও বিভাগীয় পর্যায়ের ক্যাটাগরি থেকে ঢাকা জেলার কাউন্সিলর হয়েছে। অপর পরিচালক ফাহিম সিনহা হয়েছেন প্রথম বিভাগের দল সূর্যতরুণ ক্লাব থেকে। এছাড়া অপর পরিচালক ও বিসিবি মিডিয়া কমিটি ইফতিখার রহমান...