বাংলাদেশের রাজনীতিতে আজকাল এক অদ্ভুত ধারা চোখে পড়ছে, যেন ইতিহাসের পাতায় নতুন করে যুক্ত হয়েছে এক অভিনব অধ্যায়—প্রতিবাদের নাম ডিম। যে ডিম ভোরবেলা রুটি-পরোটার পাশে ভাজা হয়ে আসে, দুপুরে ভাতের সাথে ঝোল বানিয়ে খাওয়া হয়, আর রাতের ক্ষুধায় ওমলেটে আশ্রয় দেয়—সেই ডিম আজ পরিণত হয়েছে ভয়ঙ্কর রাজনৈতিক প্রতীকে, এক ক্ষুদ্র অথচ প্রবল বোমায়। একসময় রাজনৈতিক প্রতিবাদ মানেই ছিল মিছিল-মিটিং, স্লোগানের ঝড়, মাইকে আওয়াজ তুলে ‘ভোটাধিকার চাই’ বা ‘সরকার হটাও’। ক্ষোভে কোথাও জুতা ছোঁড়া হলে তারও আলাদা হৈচৈ হতো। কিন্তু সময় বদলেছে। এখন প্রতিপক্ষকে বিব্রত করার সবচেয়ে কার্যকর অস্ত্র হয়ে উঠেছে এই নরম, গোলগাল আর ভঙ্গুর জিনিসটি—ডিম। এটি ছুঁড়তে বন্দুক লাগে না, বারুদ লাগে না, লাগে কেবল ক্ষোভ আর সামান্য সাহস। লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের গায়ে যখন ডিম আছড়ে পড়েছিল,...