গত তিন দশকে শিক্ষা, দারিদ্র্য হ্রাস ও উৎপাদনশীলতায় বড় ধরনের অগ্রগতি সত্ত্বেও দীর্ঘস্থায়ী বৈষম্য, প্রতিষ্ঠানগুলোর প্রতি ভঙ্গুর আস্থা এবং প্রধান ক্ষেত্রগুলোতে ধীর অগ্রগতি বিশ্বব্যাপী সামাজিক ন্যায়বিচারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। নতুন এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এসব তথ্য জানিয়েছে। ‘সামাজিক ন্যায়বিচারের অবস্থা: একটি চলমান কাজ’ শীর্ষক প্রতিবেদনটি নভেম্বর মাসে দোহায় অনুষ্ঠিতব্য বিশ্ব সামাজিক শীর্ষ সম্মেলনের আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি এটি ১৯৯৫ সালের কোপেনহেগেন সামাজিক উন্নয়ন শীর্ষ সম্মেলনের ৩০ বছর পূর্তিও চিহ্নিত করছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৫ সালের তুলনায় আজকের বিশ্ব বেশি সম্পদশালী ও শিক্ষিত হলেও এই সুবিধাগুলো সমানভাবে ভাগ হয়নি এবং বৈষম্য হ্রাসের অগ্রগতি থেমে গেছে। প্রতিবেদনে বলা হয়, ১৯৯৫ সালের পর থেকে বেশকিছু উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। ৫ থেকে ১৪ বছর বয়সী শিশুদের...