জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিউইয়র্কে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন। বিমানবন্দর ত্যাগের সময় স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের প্রতিবাদ এবং উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে তাকে নিরাপদে গাড়িতে তুলে দেন একজন প্রবাসী বাংলাদেশি যুবক। পরবর্তীতে সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন ওই যুবক, যার পরিচয় উঠে এসেছে সাবেক শিবির নেতা হিসেবে। জানা গেছে, ঘটনার সময় মির্জা ফখরুল ছাড়াও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাও সঙ্গে ছিলেন। বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্চস্বরে স্লোগান ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাও ঘটে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মী মিজানকে নিউইয়র্ক পুলিশ গ্রেপ্তার করেছে বলে...