চলতি এশিয়া কাপে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। রোমাঞ্চকর ভারত-পাকিস্তান লড়াই এখন অতীত হয়ে গেছে। ভারতের সামনে দাঁড়াতেই পারে না পাকিস্তান। তার চেয়ে বরং বাংলাদেশ-ভারত ম্যাচই এখন বেশি জমজমাট। যদিও এই ফরম্যাটে ভারতের বিপক্ষে শেষবার ২০১৯ সালে জয় পেয়েছিল টাইগাররা, হেরেছে ১৬টি ম্যাচ। আজ কি এই ইতিহাস বদলাতে পারবেন লিটন দাসেরা? ভারত এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী টি-টোয়েন্টি দলগুলোর একটি। ২০২৪ সালের শুরু থেকে এ পর্যন্ত তারা খেলেছে ৩৫টি ম্যাচ, জিতেছে ৩২টিতে। পাকিস্তানকে হারিয়ে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পর্যন্ত বলেছেন, পাকিস্তানের সঙ্গে আর ‘রাইভালরি’ নেই। এমন দাপুটে ফর্মে থাকা দলের বিপক্ষে নামছে বাংলাদেশ, তবে আত্মবিশ্বাসও কম নয়। গ্রুপপর্বে লঙ্কানদের হারিয়ে দারুণভাবে সুপার ফোরে উঠেছে টাইগাররা। সেই ম্যাচে মোস্তাফিজুর রহমান ও মাহেদি হাসান মিলে আট ওভারে মাত্র ৪৫ রান...