২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ এএম মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে এবার সরাসরি সতর্কবার্তা দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার মতে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থায়ী যুদ্ধ চালিয়ে গেলে ইসরায়েল কখনোই প্রকৃত নিরাপত্তা বা স্থিতিশীলতা অর্জন করতে পারবে না। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিকল্প নেই। বুধবার (২৪ সেপ্টেম্বর) বার্তাসংস্থা আনাদোলু জানায়, মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। সেখানে তিনি ফিলিস্তিন, লেবানন এবং অন্যান্য আঞ্চলিক পক্ষের সঙ্গে ইসরায়েলের সংঘাতের তীব্র সমালোচনা করেন। তার মতে, এসব সংঘাত কেবল অস্থিতিশীলতাই বাড়াচ্ছে। তাই স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দিকে এগোনো ছাড়া অন্য কোনো পথ নেই। ভাষণে ম্যাক্রোঁ বলেন, “প্রতিবেশীদের সঙ্গে স্থায়ী যুদ্ধ চললে ইসরায়েলের কোনো নিরাপত্তা বা স্থিতিশীলতা থাকবে না।” তিনি আরও জানান, গাজা যুদ্ধের...