২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩০ এএম দক্ষিণ চীন সাগর থেকে উদ্ভূত শক্তিশালী ঘূর্ণিঝড় সুপার টাইফুন রাগাসা ভয়াবহ তাণ্ডব চালিয়েছে তাইওয়ানে। প্রবল ঝড়ো হাওয়া ও প্রবল বর্ষণে দেশটির পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত অন্তত ১৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে, আর নিখোঁজ রয়েছেন একশ’র বেশি মানুষ। ঝড়টি এখন চীনের দক্ষিণ উপকূল এবং এশিয়ার অর্থনৈতিক কেন্দ্র হংকংয়ের দিকে ধেয়ে যাচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে রাগাসা সরাসরি আঘাত হানে তাইওয়ানের পূর্বাঞ্চলের হুয়ালিয়েন উপকূলে। প্রবল শক্তি ও ধ্বংসাত্মক ক্ষমতার কারণে এ ঝড়কে “সুপার টাইফুন” বলা হচ্ছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি দক্ষিণ চীন সাগরে একটি নিম্নচাপ থেকে সৃষ্টি হয়ে অল্প সময়েই মারাত্মক শক্তি সঞ্চয় করে। সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে রাগাসা প্রথমে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয়...