চলতি মৌসুমে লা লিগায় টানা ছয় ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। লেভান্তের বিপক্ষে মঙ্গলবার রাতে তাদেরই মাঠে ৪-১ ব্যবধানে জিতেছে রিয়াল। ফ্রেঞ্চ তারকা কাইলিয়ান এমবাপে লেভান্তের জালে জড়ান দুই গোল। রিয়ালের হয়ে গোল করেছেন ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়রও। প্রথমার্ধের শুরুতেই লেভান্তের উপর চাপ সৃষ্টি করে রিয়াল। ম্যাচের ২০ মিনিটে ভিনিসিয়াসের নেয়া ডি বক্সের বাইরে থেকে শট ফিরিয়ে দেন লেভান্তে গোলরক্ষক। ম্যাচের ২৯ মিনিটে সফল হন ভিনিসিয়াস। ফ্লিক শটে লেভান্তের জালে রিয়ালের হয়ে প্রথম বল জড়ান। তিন মিনিট পর কাউন্টার অ্যাটাকে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রাঙ্কো মাস্তানতুনুয়ো। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে জাভি আলোনসোর শিষ্যরা। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে এতা ইয়ং এর হেডে রিয়ালের জালে প্রথম ও একমাত্র গোলটি জড়ায় লেভান্তে। পরে এমবাপে প্রথম গোলটি করেন ৬৩ মিনিটে স্পট কিক থেকে। ৩-১...