কালের কণ্ঠে প্রকাশিত খবর অনুযায়ী, গত রবিবার গভীর রাতে টেকনাফের গহিন অরণ্যে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে ৮৪ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মালয়েশিয়ায় পাচারের জন্য এখানে জড়ো করা হয়েছিল।এ সময় মানবপাচারকারী চক্রের তিন সদস্যকেও আটক করা হয়েছে। কালের কণ্ঠে গত শনিবার প্রকাশিত তথ্য অনুযায়ী টেকনাফের পাহাড়ে মানবপাচারের ঘাঁটি থেকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ৬৬ জনকে উদ্ধার করেছে। প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে এমন খবর। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত তথ্য মতে, গত ২১ ও ২৯ আগস্ট লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টার থেকে যথাক্রমে ১৭৫ ও ১৬১ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। বছরের প্রথম সাত মাসে ফিরে এসেছিল এক হাজার ৫৪৫ জন। লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ২০২৩ সালের জুলাই থেকে এ পর্যন্ত লিবিয়া থেকে ফেরত পাঠানো হয়েছে প্রায় পাঁচ হাজার ৭০০ জনকে। ২০১৯ সাল থেকে হিসাব...