শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী ইয়ামিন হক ববি। গতকাল (২২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ১ নম্বর ফ্লোরে পরিচালক বদিউল আলম খোকনের ‘তছনছ’ সিনেমার শুটিংয়ে অংশ নেন তিনি। শুটিংয়ের ফাঁকে গ্রিনরুমে সিনেমা, ইন্ডাস্ট্রি ও বক্তিগত নানান বিষয় নিয়ে তিনি কথা বলেন জাগো নিউজের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেনমইনুল ইসলাম। জাগো নিউজ: অনেকদিন পর আপনাকে শুটিং ফ্লোরে দেখা গেল। কোথায় ছিলেন?ইয়ামিন হক ববি:অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম। বছরে মিনিমাম দুবার যেতে হয়। আমার ফ্যামিলি সেখানে থাকে। দেখা করতে তাই যেতেই হয়। বাংলাদেশে আমি একাই থাকি। পরিবারের সবাই সেখানে থাকে বলে অনেকবার বুঝিয়েছে, আমিও যেন চলে যাই। কিন্তু আমি দেশকে মিস করি। এত ঝামেলা, এত কিছু, তবুও মিস করি। এই যে যানজট, এত উল্টাপাল্টা জিনিস শুনি, তারপরও কেন যেন দেশের প্রতি, মানুষের প্রতি টান অনুভব করি। এই...