দক্ষিণ চীন সাগরে সৃষ্টি হওয়া শক্তিশালী সুপার টাইফুন রাগাসার আঘাতে বিপর্যস্ত হয়েছে তাইওয়ান। এ পর্যন্ত দেশটিতে ১৪ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৩০ জনের খোঁজ মেলেনি।বুধবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় দিনভর প্রচণ্ড ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণ হচ্ছে দ্বীপজুড়ে। রাগাসার প্রভাবে তাইওয়ানের পাশাপাশি দক্ষিণ চীন সাগরের অপর স্বায়ত্তশাসিত দ্বীপ ভূখণ্ড হংকংয়েও বুধবার দিনভর ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাত হয়। তবে হংকং থেকে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় উপকূলে ভয়াবহ তাণ্ডব চালিয়ে সোমবার বিকেল ৩টার দিকে (স্থানীয় সময়) প্রথম আঘাত হানে রাগাসা। ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগের প্রবল বাতাসে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মঙ্গলবার রাতের দিকে টাইফুনটি প্রবেশ করে তাইওয়ানের উপকূলে। ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাগায়ানের বাতানিজ দ্বীপের উপকূলে প্রথম আছড়ে পড়েছিল রাগাসা। দ্বীপটি তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলের খুব কাছাকাছি হওয়ায় কয়েক...