ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালের যৌথ উদ্যোগে একটি সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং আক্রান্ত রোগীদের জন্য প্রয়োজনীয় রক্তের যোগান নিশ্চিত করা। গত ২২ সেপ্টেম্বর শুরু হওয়া দুই দিনব্যাপী এই কর্মসূচিতে ওয়ালটনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এই কার্যক্রমে সহায়তা করেছে। কর্মসূচির প্রধান কার্যক্রমগুলোতে থ্যালাসেমিয়া কী, এর কারণ, লক্ষণ এবং প্রতিরোধের উপায় সম্পর্কে একটি বিশদ আলোচনা সেশন আয়োজন করা হয়।কর্মিসূচির প্রথম দিনে প্রতিষ্ঠানের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন- “আজকের এই মহৎ ও মানবিক উদ্যোগে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত...