মাত্র তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপে। তিন ম্যাচ পর গোল পেলেন ভিনিসিয়ুস জুনিয়রও। লা লিগায় মঙ্গলবার রাতে লেভান্তেকে ৪-১ গোলে হারিয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে মৌসুমের শুরুতেই নিজেদের শীর্ষস্থানে আরও পোক্ত করলো জাবি আলোনসোর শিষ্যরা। ম্যাচের মূল নায়ক ছিলেন ফরাসি তারকা এমবাপে। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে দারুণ এক ‘পানেনকা’ শটে গোল করেন তিনি, এরপর ৬৬ মিনিটে গোলরক্ষককে কাটিয়ে খালি জালে বল জড়িয়ে দেন। মাদ্রিদের জার্সিতে এবারের মৌসুমে এটি ছিল এমবাপের সপ্তম ম্যাচে নবম গোল। আর্জেন্টাইন কিশোর প্রতিভা ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোও পেলেন স্মরণীয় মুহূর্ত। ৩৮ মিনিটে দুর্দান্ত শটে নিজের প্রথম গোলের দেখা পান রিভার প্লেট থেকে আসা ১৮ বছর বয়সী ফরোয়ার্ড। ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র ২৮ মিনিটে বক্সের ডানদিক থেকে দারুণ এক শটে মাদ্রিদের হয়ে...