২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ এএম ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে সরব হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া আবেগঘন ভাষণে বলেন, এখানে কোনো যুদ্ধ নয়, বরং গণহত্যা চলছে। পাশাপাশি বিশ্ব সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে দেওয়া ভাষণে এরদোয়ান স্পষ্টভাবে অভিযোগ করেন, “আমাদের চোখের সামনে গাজায় ৭০০ দিনেরও বেশি সময় ধরে গণহত্যা হচ্ছে। গত ২৩ মাসে ইসরায়েল প্রতি ঘণ্টায় একটি শিশুকে হত্যা করেছে। এগুলো সংখ্যা নয়, প্রতিটি একটি জীবন, একজন নির্দোষ মানুষ।” তিনি বলেন, আধুনিক ইতিহাসে এত ভয়াবহ মানবিক বিপর্যয় আর ঘটেনি। এরদোয়ান আরও বলেন, মাত্র দুই বা তিন বছরের শিশুদের অজ্ঞান করার ওষুধ ছাড়াই অঙ্গচ্ছেদ করা হচ্ছে। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তিনি...