নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অন্যতম ওয়াজিন ব্যক্তিত্ব আমির হামজা সম্প্রতি দাবি করেছেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে গত ১৬ বছর ধরে আজান দিতে দেওয়া হয়নি। তার এই দাবি নিয়ে আলোচনার ঝড় ওঠে এবং পরবর্তীতে তিনি তার দাবির জন্য ক্ষমাও চান। তবে, এই ঘটনার পর থেকেই মহসিন হলের আজান এবং এর পেছনের কারণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। সলিমুল্লাহ হলে বছরের পর বছর ধরে মাইকে আজান দেওয়া বন্ধ ছিল। হলের শিক্ষার্থীদের ভাষ্যমতে, তৎকালীন ছাত্রলীগ নেতাদের ঘুমে ব্যাঘাত ঘটতো—এই অজুহাতে মাইকে আজান বন্ধ করে দেওয়া হয়েছিল। একজন শিক্ষার্থী জানান, তিনি হলে আসার পর থেকে কখনো মাইকে আজান শুনতে পাননি। আরেকজন শিক্ষার্থী বলেন যে, তারা বিভিন্ন সময়ে মসজিদে মাইক লাগানোর চেষ্টা করলেও, হলটি অনেক বড় হওয়ায় মাইক ছাড়া অন্যদিক থেকে...