গাজায় যে গণহত্যা চলছে, যেখানে ৬৫ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে, তা নির্মমভাবে অব্যাহত রয়েছে। যার সামান্য বিবেকও আছে, সে কখনোই এ হত্যাযজ্ঞ মেনে নিতে পারে না, আর নীরব থাকতে পারে না।” যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জাতিসংঘ আয়োজিত “ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দুই-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখেন। ভাষণকালে তিনি গাজায় ক্ষুধার্ত মানুষের একটি ছবি প্রদর্শন করে চলমান হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ হিসেবে তুলে ধরেন। এরদোয়ান বলেন, “গাজায় যে গণহত্যা চলছে, যেখানে ৬৫ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে, তা নির্মমভাবে অব্যাহত রয়েছে। যার সামান্য বিবেকও আছে, সে কখনোই এ হত্যাযজ্ঞ মেনে নিতে পারে না, আর নীরব থাকতে পারে না।” তিনি জোর দিয়ে বলেন, অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে, মানবিক সহায়তার প্রবেশ নিশ্চিত করতে...