শ্রীলংকার বিপক্ষে জয় পেয়ে ফাইনালে আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান। খেলার ১৫ ওভার শেষে পাকিস্তানের রান দাঁড়ায় ৫ উইকেটে ১০৪। ৩০ বলে প্রয়োজন ছিল ৩০ রান। প্রতিষ্ঠিত ব্যাটার বলতে তখন ছিলেন মোহাম্মদ নওয়াজ। হুসাইন তালাতের ওপরও আস্থা রাখাও ছিল ঝুঁকিপূর্ণ। তবে, ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দুটি বাউন্ডারি মেরে দিলেন হুসাইন তালাত। ১৮তম ওভারে দুষ্মন্তে চামিরাকে তিনটি ছক্কা হাঁকিয়ে দিলেন মোহাম্মদ নওয়াজ। শেষ পর্যন্ত ১৮ ওভারেই শ্রীলংকাকে (১২ বল হাতে রেখে) ৫ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখল পাকিস্তান। ২৪ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ নওয়াজ এবং ৩০ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন হুসাইন তালাত। জয়ের জন্য ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে সূচনাটা ভালোই করেছিলেন সাহিবজাদা ফারহান ও ফাখর জামান। ৫ দশমিক ৩ ওভারে ৪৫ রানের জুটি গড়েন এই দুই ব্যটার। ১৭...