আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) লক্ষ্য করে এবার পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। বিষয়টি কার্যকর হলে আদালতের দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তের প্রতিশোধ হিসেবেই এমন পদক্ষেপ নেওয়ার উদ্যোগ চলছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। কূটনৈতিক সূত্রের বরাতে খবরে বলা হয়েছে,এই সপ্তাহেই এনটিটি স্যাংশন নামে পরিচিত এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক ছয়জন বলেছেন, আদালতের ভেতরে জরুরি বৈঠক এবং সদস্য রাষ্ট্রগুলোর কূটনীতিকদের সঙ্গে আলোচনা ইতোমধ্যেই হয়ে গেছে। এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, আদালতের বিরুদ্ধে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি পর্যালোচনা চলছে। তবে সুনির্দিষ্ট সময়সীমা নিয়ে বিস্তারিত জানাননি। মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বলেন, আদালত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর অযৌক্তিক এখতিয়ার প্রতিষ্ঠার চেষ্টা করছে। আইসিসি কাঠামোগত পরিবর্তনের সুযোগ রাখে। কিন্তু যদি আমাদের জাতীয়...