একটা সিনেমার শুটিংয়ে কত ঘটনাই না ঘটে। মুক্তির পর সবাই সিনেমাটির ইতিবাচক বা নেতিবাচক দিক নিয়েই কথা বলেন, তখন শুটিংয়ের অনেক কিছুই রয়ে যায় আড়ালে। নিখুঁত একটি শটের জন্য অনেক সময় দিতে হয় অসংখ্য রিটেক, আবার প্রতিকূল আবহাওয়া বা শারীরিক সমস্যার কারণে একটি দৃশ্য ধারণ করতে লেগে যায় কয়েক দিন। এমনই এক ঘটনার সাক্ষী হয়েছিল ১৯৯৬ সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবি ‘রাজা হিন্দুস্তানি’। ৪৭ বার রিটেকআমির খান ও কারিশমা কাপুর অভিনীত এই ছবির একটি চুম্বনের দৃশ্য শুট করতে হয়েছিল টানা ৪৭ বার। শুধু তা–ই নয়, দৃশ্যটির শুটিং শেষ করতে সময় লেগেছিল তিন দিন। বাধা পাহাড়ি শীতছবিটির শুটিং হচ্ছিল পাহাড়ি অঞ্চলে। তীব্র শীত ও প্রতিকূল আবহাওয়ায় কাঁপছিলেন অভিনেতারা। ফলে একটানা চুম্বনের দৃশ্যটি শেষ করা যাচ্ছিল না। শীতের কারণে টানা বিলম্বিত হয়...