বেশ কয়েক বছর ধরে ভারতের মাটিতে বসবাস করা বাংলাভাষাভাষী মানুষকে বিদেশি অনুপ্রবেশকারী বলে সন্দেহ করা হচ্ছে। এতে পশ্চিমবঙ্গ, আসাম ও ভারতের বিভিন্ন রাজ্যে কর্মরত বাংলাভাষীরা বিপদে পড়েছেন। তাদের পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে। তাদের হঠাৎ ধরে এন সীমান্তে জড়ো করে বাংলাদেশে পুশ ইন করা হচ্ছে। বিষয়টি বড়ই উদ্বেগের। এতে শুধু সাধারণ মানুষই উৎকণ্ঠিত নয়, আন্তর্জাতিকভাবে সম্মানিত চিন্তাবিদ ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও বিতর্কের প্রান্তে টেনে আনা হয়েছে। সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে মন্তব্য করেন, আমার জন্ম ঢাকায়, সেই কারণে চাইলে আমাকেও একদিন বাংলাদেশে পাঠানো হতে পারে ! অন্যদিকে ভারত থেকে বাংলাভাষী ও অনুপ্রবেশকারী তাড়ানো হলে, ‘ভারত থেকে সবার আগে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত’ বলে মন্তব্য করেন হায়দরাবাদের সংসদ সদস্য ও মিমের প্রধান জনপ্রিয় নেতা আসাদুদ্দিন ওয়েইসি । এই দুটি বিশেষ...